Tuesday, June 15, 2010

৯ টি ফ্রি ছবি হোস্টিং

একটি সাইটে ছবির প্রয়োজন আর বলার অপেক্ষা রাখেনা। প্রায় সর্ববিষয়ক সাইটেই ছবির প্রয়োজন হয়। কিন্তু ধরুন, আপনি সাইট তৈরি করেছেন এমন একটি হোস্টিংয়ে, যাদের জায়গা খুবই কম। আপগ্রেড করতে টাকা বেশি লাগে কিংবা আপনি ফ্রি হোস্টিংয়ে সাইট হোস্ট করেছেন। কিন্তু আপনার সাইটে ছবি যোগ করা খুবই প্রয়োজন। কী করবেন এখন?
আপনি যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন, ইন্টারনেটে প্রচুর সংখ্যক ফ্রি ইমেজ হোস্টিং সাইট আছে যারা আপনার ছবিকে তাদের সাইটে সংরক্ষণ করবে বিনামূল্যে। এদের একেকজনের সেবা একেকরকম। আসুন জেনে নিই বিখ্যাত কিছু ইমেজ হোস্টিং সেবার বিবরণ।

ইমেজ শেক

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
ইমেজ শেক একটি যুক্তরাষ্ট্রের কোম্পানী যেখানে আপনি কোনপ্রকার সাইন আপ ছাড়াই আপনার ছবি আপলোড করতে পারবেন বিনামূল্যে। এখানে আপনি সর্বোচ্চ ১৫মেগাবাইট পর্যন্ত ছবি আপলোড করতে পারবেন (অর্থাৎ একটি ছবির সাইজ সর্বোচ্চ ১৫মেগাবাইটের বেশি হতে পারবেনা)। এরা সাপোর্ট করে jpg, jpeg, png, gif, bmp, tif, tiff, swf জাতীয় ইমেজ ফরমেট। এদের সাইটে আপনি শুধু ছবি আপলোড করতে পারবেন, ভিডিও নয়। এটি খুবই দ্রুতগতির এবং ব্যবহারবান্ধব তো বটেই। এটির সর্বোচ্চ ব্যান্ডউইথ হচ্ছে ১০০কি.বা/ঘন্টা। আপনি যতখুশি ছবি আপলোড করতে পারবেন এই সাইটে। তবে আপনার ছবি যদি এক বছরের মধ্যে একবারও প্রদর্শন না হয়, তাহলে তাদের সার্ভার থেকে আপনার ছবি মুছে যাবে। অর্থাৎ, ছবি আপলোড করার পর তারা আপনাকে কিছু কোড দিবে। আপনার জন্য প্রযোজ্য কোডটি কপি করে প্রয়োজনীয় স্থানে পেস্ট করলে আপনার ঐ ছবিটি একটু ছোট সাইজে দেখা যাবে। কেউ যদি বড় আকারে দেখতে চায়, তাহলে ঐ ছবির উপর ক্লিক করলে ইমেজ শেক এ হোস্ট করা ছবিটি প্রদর্শিত হবে। এক বছরের মধ্যে কেউ যদি ক্লিক না করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ঐছবি মুছে যাবে।

টাইনিপিক

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
টাইনিপিক ও আপনাকে ইমেজ শেকের মতই সেবা দেবে। তবে এখানে আপনার একটি ছবির সাইজ সর্বোচ্চ ২৫০কি.বা হতে পারবে। jpg, jpeg, gif, bmp, png, tif ছবির ফাইল ফরমেটগুলো সাপোর্ট করে টাইনিপিক। এছাড়াও আপনি avi, mov, mpeg, divx, 3gp, qt, dv ফরমেটের ভিডিও-ও আপলোড করতে পারেন এই সাইটে। তবে এই সাইট কতদিন পর আপনার ছবি মুছে ফেলবে বা ব্যান্ডউইথ কত, তা জানা যায়নি। তবে টাইনিপিক এর সাহায্যে আপনি আপনার ছবিকে সহজেই রিসাইজ করতে পারবেন।

ফ্রি ইমেজ হোস্টিং ডট নেট

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
টাইনিপিকের মতই। তবে কিছুটা ভিন্ন। আর এখানে আপনি ৩মেগাবাইটের ছবিও আপলোড করতে পারবেন।

ফটোবাকেট

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
ফটোবাকেট বিশ্বব্যাপি জনপ্রিয় একটি সাইট যা আপনাকে সহজেই আপনার ছবি আপলোড করার সুযোগ দেয়। তবে ফটোবাকেটে আপনার রেজিষ্ট্রেশন করতে হবে। এছাড়া ফটোবাকেটে আপনি বিভিন্ন ফরমেটের ছবির পাশাপাশি 3g2, 3gp, 3gp2, 3gpp, 3p, asf, avi, divx, dv, dvx, flv, gif, moov, mov, mp4, mpeg4, mpg4, mpe, mpeg, mpg, qt, wmv, xvid, rm ফরমেটের ভিডিও-ও আপলোড করতে পারবেন। ফটোবাকেটের ব্যান্ডউইথ 1GM/month। একটি ছবির সর্বোচ্চ সাইজ হতে পারবে ১মেগাবাইট।

ইমেজ ভেনচার

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
ইমেজ ভেনচার অনেকটা ইমেজ শেকের মতই। এতে সাইন আপের প্রয়োজন নেই। প্রতিটি ফাইলসাইজ সর্বোচ্চ দেড় মেগাবাইট পর্যন্ত সাপোর্টেড। JPG ও JPEG ছাড়া অন্য কোন ফরমেট সাপোর্ট করে না। ভিডিও আপলোডের সুবিধাও নেই। আর এক বছরের মধ্যে যদি কেউ একসেস (ভিজিট) না করেন, তাহলে ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়া হয়।

আলকা স্পেস

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
সাইন আপ ব্যতীত সর্বোচ্চ বিশ মেগাবাইট ফাইল সাইজে ২০০ মেগাবাইট পর্যন্ত স্টোরেজ নিয়ে এসেছে আলকা স্পেস। এটি সাপোর্ট করে jpg, gif, png ফরমেটের ছবি। ভিডিও ফাইল আপলোডের সুবিধা নেই। আর ব্যান্ডউইথ ১০০০মেগাবাইট।

মাই নেট ইমেজ

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
সাইন আপ প্রযোজ্য ৯৯৯মেগাবাইটের স্টোরেজ সম্পন্ন ইমেজ হোস্টিং সেবা মাই নেট ইমেজ। প্রতিটি ইমেজ সাইজ সর্বোচ্চ ৫১২ কিলোবাইট পর্যন্ত সাপোর্ট করে মাই নেট ইমেজ। ভিডিও সাপোর্ট করে না। ব্যান্ডউইথ আনলিমিটেড। তবে ছবির কোন Expiration date নেই।

ফাইল এভ

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
ফাইল এভের আছে পঞ্চাশ মেগাবাইট পর্যন্ত স্টোরেজ যা আপনি পেতে পারেন বিনামূল্যে। তবে ব্যবহারের জন্য আগে সাইন আপ করতে হবে। সর্বপ্রকার ছবির ফরমেট সাপোর্ট করে ফাইল এভ। পাশাপাশি ভিডিও ফাইলও আপলোড করতে পারবেন আপনি। তবে আপনার আপলোডকৃত ছবিটি যদি ষাট দিনের মধ্যে একবারও না দেখা হয়, তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয়া হবে।

IMGSpot

 ৯ টি ফ্রি ছবি হোস্টিং | Techtunes
আপনি এই সাইটে কোন রেজিষ্ট্রেশন ছাড়াই অসংখ্য ছবি আপলোড করতে পারবেন। তবে প্রতিটি ছবির সাইজ সর্বোচ্চ ৬৫০ কিলোবাইট হতে পারবে। ভিডিও ফাইল আপলোড করতে পারবেন না তবে jpg, png, gif ফরমেটের ফাইল আপলোড করতে পারবেন। এর ব্যান্ডউইথ আনলিমিটেড এবং এতে ছবি কখনো মুছে ফেলা হয় না।
এছাড়াও আরো অনেক ইমেজ হোস্টিংয়ের সাইট আছে ইন্টারনেট সাগরজুড়ে।

1 comment: