Monday, May 3, 2010

এবার নিজেই সমাধান করে ফেলুন আপনার কম্পিউটারের সমস্যা !

আমাদের প্রায়ই কম্পিউটারের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়… দেখা যায় মাঝে আপনার কম্পিউটারের C drive এর ফাইল Error দেখাচ্ছে। অস্বাভিক আচরন করছে আপনার কম্পিউটার, এক সময় পরাজয় মেনে নিয়ে আবার সেটআপ দিতে হয় নতুন করে তখন অনেক কিছুই হারাতে হয়। :( আপনারা যারা উন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাদের জন্য চমৎকার একটি সফটয়্যার হলো XP Repair Pro। এই সফটয়্যার দিয়ে আপনি কম্পিউটারের Error ফাইলগুলো দেখতে পাবেন এবং তা সহজেই রিপায়ার করতে পারবেন। রেজিষ্টি সমস্যা দূর করতে পারবেন।
k7sqo এবার নিজেই সমাধান করে ফেলুন আপনার কম্পিউটারের সমস্যা ! | Techtunes
সফটয়্যারটি মাএ ৮ মেগাবাইট। নিচের লিঙ্ক থেকে আরো বিস্তারিত জেনে নিন এবং ডাউনলোড করে নিন দারুন কার্যকরী এই সফটয়্যারটি…
ImageImage

No comments:

Post a Comment