Saturday, May 1, 2010

Windows Server 2003 তে Active Directory ইনস্টলেশন ও কনফিগারেশন-০১

ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে (যার বিস্তারিত নিচে দেওয়া আছে)। এবং আমরা একই সার্ভারে Active Directory ইনস্টল করব।

Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com

১. Start -> Run এ dcpromo লিখে এন্টার দিন। Active Directory Installation Wizard চালু হবে। Next দিন।

২. Operating System Compatibility নিয়ে লেখা থাকবে। যা সংক্ষেপে হল, Mac OS, Windows 95 এবং Windows NT 4.0 এর Service Pack 3 ইত্যাদি Active Directory কম্প্যাটিবল নয়। Next দিন।

৩. Domain controller for a new domain সিলেক্ট করে Next দিন।

৪. Full DNS name for new domain এর নিচের বক্সে itgenius.com লিখে Next দিন।

৫. NetBIOS domain name এ ITGENIUS লিখে Next দিন। Database and log folder এ কিছু পরিবর্তন করার দরকার নেই Next দিন। Shared system volume এ কিছু পরিবর্তন করার দরকার নেই Next দিন।

৬. DNS registration diagnostics একটা এরর দেখাবে। এটা সাধারনত হয় DNS এ Dynamic Update যদি none করা থাকে। যদি এরর না দেখায় কিছু করার দরকার নেই শুধু Next ক্লিক করুন। আর এরর দেখালে, DNS রান করে Forward lookup zone -> itgenius.com এ রাইট ক্লিক করে Properties -> General ট্যাবে Dynamic Update অপশনে Nonsecure and secure সিলেক্ট করে Apply দিন। এবার Reverse lookup zone -> 192.168.1.x subnet এ রাইট ক্লিক করে Properties -> General ট্যাবে Dynamic Update অপশনে Nonsecure and secure সিলেক্ট করে Apply দিন। Next দিন। DNS বন্ধ করুন। Active Directory সেটাপে I have corrected the problem সিলেক্ট করে Next দিন। এবার আর কোন এরর দেখাবে না। Next দিন।

৭. Permission compatible only with Windows 2000 or Windows Server 2003 operating system সিলেক্ট করে Next দিন।

৮. Directory services restore mode এর জন্য এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিন। খেয়াল রাখবেন এটা লাগবে যখন Active Directory মুছতে যাবেন। Next দিন।

৯. Summary দেখাবে Next দিন।

১০. Finish দিন। কম্পিউটার রিস্টার্ট করুন। Active Directory প্রস্তুত।


Client PC কে Active Directory তে সংযুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:

১. My omputer এ রাইট ক্লিক করে Poperties ->Computer Name -> Change -> Domain এ ITGENIUS লিখে OK দিন। ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে। ইউজারনেম: administrator এবং পাসওয়ার্ড হিসেবে সার্ভারের এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিন। OK দিন। Welcome to ITGENIUS domain. লেখাটি দেখতে পাবেন। ৩ বার OK দিন। কম্পিউটার রিস্টার্ট করুন।

২. এখন লগিন স্ক্রীনে Options বাটনে ক্লিক করলে Log on to বক্স দেখতে পাবেন। ড্রপ-ডাউন মেনু থেকে ITGENIUS সিলেক্ট করুন। সার্ভারে নতুন ইউজার তৈরী করে সেই ইউজারনেম ও পাসওয়ার্ড লগিন করুন। আর Domain এ লগিন করতে না চাইলে PC_Name(this computer) সিলেক্ট করে পিসির লোকাল ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

No comments:

Post a Comment