Saturday, May 1, 2010
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপ
ধরি PC01 এর D ড্রাইভে Data নামে একটা ফোল্ডার শেয়ার করব যা নেটওয়ার্কের সব পিসি থেকে খোলা যাবে। D ড্রাইভে Data নামে একটা ফোল্ডার তৈরী করুন। Data ফোল্ডারে রাইট মাউস ক্লিক করে Sharing and Security তে ক্লিক করুন। Network sharing and security এর অধীনে Share this folder on the network এ টিক চিহ্ন দিন। OK ক্লিক করুন। Data ফোল্ডারটি শেয়ার হয়ে যাবে। তবে এই অবস্থায় Data ফোল্ডার থেকে শুধু কোন কিছু ওপেন বা কপি করা যাবে কিন্তু ডিলিট বা মডিফাই করা যাবে না কারণ ফোল্ডারটি এখন Read Only অবস্থায় শেয়ার আছে। আপনি যদি Full শেয়ার দিতে চান তাহলে Share this folder on the network সাথে Allow network users to change my files এ ও টিক চিহ্ন দিতে হবে। শেয়ার করার পর নেটওয়ার্কের যে কোন পিসি থেকে Data ফোল্ডারে ঢুকতে চাইলে Start Menu -> Run এ \\PC01\Data লিখে এন্টার দিলেই হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment