Monday, May 3, 2010

আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে?????


http://i.ehow.com/images/a04/b8/gv/test-computer-power-supply-multitester-200X200.jpg
পিসির সকল প্রাণকেন্দ্র পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নষ্ট একটা কমন সমস্য। তাই আজ আমি পাওয়ার সাপ্লাই বিষয়ে দুটো কথা নিয়ে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশের যে সকল পাওয়ার সাপ্লায় পাওয়া যায় সেগুলোতে কোন ওয়ারেন্টি থাকে না। আমি প্রথমে আপনাদের এমন কিছু তথ্য জানাচ্ছি যেটা জানা থাকলে আপনি সহজেই বুজতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।
  • পিসিতে পাওয়ার না আসা।
  • পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • পিসি মাঝে মাঝে রির্স্টাট হয়
    psconnshort আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে????? | Techtunes মাদারবোর্ডের লাইট জ্বলে কিন্তু পাওয়ার সাপ্লাই ও প্রসেসরের ফ্যান ঘোরে না।
  • পিসির কাছ থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়না।
এবার দেখে নিন কিভাবে পরীক্ষা করবেন।
প্রথমে আপনাকে একটা নতুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে হবে আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।
আর যদি আপনার কাছে কোন নতুন পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে একটা ভোল্ট মিটার ম্যানেজ করুন এবং নিচের তথ্য ও চিত্রানুযায়ী পরীক্ষা করুন।
Orange             +3.3v
Red                  +5v
Gray                 PWR_OK
Purple              VSB +5v
Yellow             +12v
White               -5v
0 Zqn1hy58 power supply5 s  আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে????? | Techtunes
Black               GND
প্রয়োজনে এই লিংক থেকে ভিডিও টি দেখে নিতে পারেন।

ATX Version 2.2 – 24 wire motherboard connector:
Pin 1 Pin 2 Pin 3 Pin 4 Pin 5 Pin 6 Pin 7 Pin 8 Pin 9 Pin 10 Pin 11 Pin 12
3.3V 3.3V Ground 5V Ground 5V Ground P_OK 5VSB 12V 12V 3.3V
Orange Orange Black Red Black Red Black Gray Purple Yellow Yellow Orange
Orange Blue Black Green Black Black Black White Red Red Red Black
3.3V -12V Ground P_ON Ground Ground Ground -5V 5V 5V 5V Ground
Pin 13 Pin 14 Pin 15 Pin 16 Pin 17 Pin 18 Pin 19 Pin 20 Pin 21 Pin 22 Pin 23 Pin 24

No comments:

Post a Comment