Ad hoc wireless networks অনেকটা walkie-talkie’র মতো কাজ করে,কারন কম্পিউটারগুলো একে অপরের সাথে সরাসরি যেগাযেগ করে ।ইন্টারনেট কানেকশন শেয়ারিংয়ের মাধ্যমে এক কম্পিউটারের ইন্টারনেট অন্য কম্পিউটারের ব্যবহার করা যায়।
ওয়্যারলেস এড হক নেটওয়ার্ক সেটআপ করার জন্য যা করতে হবে
১. | প্রয়োজনে নেটওয়ার্ক এডাপটারটির ড্রাইভার সফটওয়্যার সেটআপ করে নিতে হবে |
২. | Start, থেকে Control Panel . |
৩. | Network and Internet Connections এ যেতে হবে. |
৪. | . |
৫. | wireless network connection এর Properties এ যেতে হবে. |
৬. | Wireless Network Connection Properties এ ডায়ালগ বক্স থেকে Wireless Networks ট্যাবে সিলেক্ট করুন। |
৭. | Wireless Networks ট্যাবের, Preferred networks, এর এড বাটনে ক্লিক করুন . |
৮. | Wireless network properties এর ডায়ালগ বক্সের Association ট্যাব এ এড হক নেটওয়ার্কের নাম লিখতে হবে। যেমন-HomeNetwork. |
৯. | The key is provided for me automatically চেক বক্সটি নির্বাচিত না করে This is a computer-to-computer (ad hoc) network চেক বক্সটি নির্বাচিত করুন। |
১০. | ১৩ ডিজিটের একটি Network key বানিয়ে নিন এবং আরেকবার দিয়ে কনফার্ম করে নিন |
১১. | OK তে ক্লিক করে সেভ করুন। |
অন্যান্য কম্পিউটারগুলো সেটআপ করা
Windows XP সয়ংক্রিয়ভাবে পাসে অন্য কম্পিউটারের ওয়্যারলেস ডিভাইজ খুজে পাবে।অন্য কম্পিউটারগুলোতে একই নেটওয়ার্ক বসালেই ওয়্যালেস নেটওয়ার্ক চালু হবে।
১. | |
২. | |
৩. |
No comments:
Post a Comment