Saturday, May 1, 2010

Windows Server 2003 তে FTP Server ইনস্টলেশন ও কনফিগারেশন

ইমেইলের জন্য মাইক্রোসফটের প্রডাক্ট হল Exchange Server। যা প্রফেশনাল ইমেইল সার্ভার। ছোট-খাট অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সিম্পল একটা ইমেইল সার্ভার করার প্রয়োজন হলে সেক্ষেত্রে Exchange Server কেনাটা অনেক ক্ষেত্রেই ব্যয়বহুল হতে পারে। উইন্ডোজ সার্ভার ২০০৩ তে বিল্টইন একটা সিম্পল ইমেইল সার্ভির্স রয়েছে যা দিয়ে একটা ইমেইল সার্ভার করা সম্ভব। ধরে নিচ্ছি, আমাদের নেটওয়ার্কে DNS সার্ভার করা আছে। যার বিস্তারিত নিম্নরুপ:
Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com
এবং আমরা একই সার্ভারকে ইমেইল সার্ভার করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে ইমেইল সার্ভার কনফিগার করা যায়।
১. Start-Settings-Control Panel-Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে E-mail Services এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে POP3 Service এ টিক মার্ক দিন। OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর ইমেইল সার্ভার ইনস্টলেশন শুরু হবে। সিডি চাইলে আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে হবে। ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর Finish বাটন প্রেস করুন।

২. Start Menu -> Programs -> Administrative Tools -> POP3 Service রান করুন। POP3 Service উইন্ডো ওপেন হবে।

৩. সার্ভার সিলেক্ট করে ডান পাশ থেকে New Domain এ ক্লিক করুন। Add Domain এ itgenius.com লিখে OK দিন।

৪. itgenius.com এ ডাবল ক্লিক করুন। Add Mailbox এ ক্লিক করে Mailbox Name এ যে নামে ইমেইল একাউন্ট হবে তা লিখুন (যেমন: kamal)। Password এবং Confirm Password এ একটা পাসওয়ার্ড দিন। এভাবে যত জনের ইমেইল লাগবে সবার একাউন্ট তৈরী করুন।

৫. Outlook Express, Microsoft Outlook অথবা Eudora যে কোন একটা সফটওয়্যারে ইমেইল একাউন্ট সেটাপ করুন।

Outlook Express এ ইমেইল একাউন্ট সেটাপ পদ্ধতি:
১. Outlook Express রান করুন।

২. Tools -> Accounts -> Mail ট্যাবে যান। Add বাটনে ক্লিক করে Mail এ ক্লিক করুন।

৩. Display Name এ Kamal Hossain লিখুন। Next দিন।

৪. E-mail address এ kamal@itgenius.com এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। লিখুন। Next দিন।

৫. Incoming এবং Outgoing Server এ w2k3.itgenius.com লিখুন। Next দিন।

৬. Account name এ kamal লিখুন এবং Password বক্সে পাসওয়ার্ড দিন।

৭. Log on using Secure Password Authentication (SPA) এ টিক মার্ক দিন।

৮. Next -> Finish ->Close দিন।


source:

No comments:

Post a Comment