আবারো সার্চ, আবারো টিপস, আবারো ছোট। এবারের সার্চ টিপসগুলো যারা গুগলে সার্চ করেন তাদের জন্য। এ টিপসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ইন্টারনেটের অনেক ফোরাম, ব্লগ সাইট এমনকি ইউটিউবেও। অনেকেই হয়তো এগুলো জানেন, তারপরও এই আবার জানানো। অনেকেরই একটা অভিযোগ আছে গুগলের বিরুদ্ধে যে গুগলে সার্চ দিয়ে তারা "গারবেজ" রেজাল্ট অর্থাৎ কিনা অপ্রাসঙ্গিক রেজাল্ট পান। তবে সত্যি কথা হলো যে চেষ্টা করে হলেও গুগলের কাছ থেকে "গারবেজ" রেজাল্ট বের করাটা বেশ কষ্টকর। গুগল তার সার্চের ব্যাপারে বেশ স্পেসেফিক, কোন কোন ক্ষেত্রে হয়তো একটু বেশিই।
১. গুগলে সহজে কোন নির্দিষ্ট ধরনের ফাইল খুঁজে পেতে কিছু বিশেষ ধরনের সার্চ টার্ম বেশ সহায়ক। ধরুন আমার টাইটানিক ম্যুভির সেই বিখ্যাত My heart will go on গানটি দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:
intitle:"index.of" my heart will go on mp3
সার্চ রেজাল্টে ৫ম লিংকটি ধরে পৌঁছে গেলাম এই লিংকটিতে: View this link এবং পেয়ে গেলাম কাঙ্ক্ষিত গানটি ও বোনাস হিসেবে Celine Dion এর আরো অনেক গান।
এই সার্চ টার্মটি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন আমি হ্যারি পটার সিরিজের Prisoner of Azkaban বইটির দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:
intitle:"index.of" Prisoner of azkaban pdf
সার্চ রেজাল্টের প্রথম পাতার ১০ম অর্থাৎ শেষ লিংকটি আমাকে নিয়ে গেলো এই পাতায়: View this link এবং পেয়ে গেলাম কাঙ্ক্ষিত বইটি - সাথে হ্যারি পটার সিরিজের আরো ৫টি বই (আফসোস Deathly Hallowsটা নেই, অবশ্য ওটা লিখে সার্চ দিলে ওটাও পাওয়া যাবে)।
যদি উপরে হ্যারি পটারের বইয়ের লিংকটিতে ক্লিক করে থাকেন তাহলে দেখবেন যে pdf ফাইলগুলো বেশ সুসজ্জিতভাবে আছে, যেনো অনেকটা আমার ফোল্ডারের ভেতরে যেভাবে ফাইলগুলো রাখি সেভাবে - যেনো আপনার জন্যেই অপেক্ষা করছিলো।
আসলে ব্যাপারটা অনেকটা সেরকমই। যদি খুব জটিল টেকি ভাষায় গিয়ে না বলি তাহলে বলা যায় যে প্রায় প্রতিটি সাইটেই এর কন্টেন্টগুলো এরকম নির্দিষ্ট কিছু ডাইরক্টেরিতে সজ্জিত থাকে আর এই ডাইরেক্টেরিগুলোকে আমরা দেখতে পাচ্ছি Index Viewতে। লক্ষ্য করুন ঐ পাতায় Parent Directory নামে একটা লিংক আছে তীর চিহ্নিত। Parent Directoryতে ক্লিক করলে আপনি আগের ফোল্ডার তথা ডাইরক্টেরিতে যেতে পারবেন - অর্থাৎ আপনি দেখতে পারবেন ঐ ডাইরেক্টরিতে/সাইটে আর কি কি আছে। এটাকে কল্পনা করা যেতে পারে অনেকটা উইন্ডোজের Up বাটনের সাথে।
এভাবে পাওয়া লিংকগুলো প্রায় প্রতি ক্ষেত্রেই ডাইরেক্ট হয়। সাধারণ সার্চ আর এ ধরনের সার্চের মধ্যে মূল পার্থক্যটা হলো এভাবে দেয়া সার্চগুলো সরাসরি কন্টেন্টের ভেতরে সার্চ করে ফলে সার্চ রেজাল্টগুলো অনেক বেশি Specific হয়, অনেক বেশি প্রাসঙ্গিক হয় - অবশ্য আমরা নিজেরাই তো সার্চ দেয়ার সময়ই গুগলকে সেটা বলে দিচ্ছি তাই নয় কি? তবে এভাবে সার্চ করেও যে আপনি প্রতি ক্ষেত্রেই প্রাসঙ্গিক কিছু পাবেন তা কিন্তু নয়। অনেক সময় অনেক অকাজের জিনিসও পাবেন। আবার অনেক সময় কাজের জিনিসতো পাবেনই সাথে পাবেন আরো অনেক এক্সট্রা। যেমন ধরুন আমি একটু আগে গুগলে সার্চ দিয়েছিলাম:
intitle:"index.of" Adobe Photoshop CS3
প্রথম লিংকটাই আমাকে নিয়ে গেলো এই লিংকে: View this link এবং Adobe Photoshop CS3 পেয়ে গেলাম ক্র্যাকসহ। কিন্তু আমার আরেকটু বিচরণ করার শখ জাগলো। Parent Directoryতে ক্লিক করলাম - আরে এ কি হেরেণু! এ তো খনি! View this link
আবার হ্যারি পটারের লিংকটার কথাই ধরুন না। আমার ওখানেও বিচরণ করার শখ জেগেছিলো। করলাম Parent Directoryতে ক্লিক। বাহ্! চমৎকার! পেয়ে গেলাম JRR Tolkien এর Lord of The Rings আর Stephen Hawking এর কিছু বই আর লেকচার: View this link
ভিডিও/গান/পিডিএফ বই ফাইল খুঁজে পেতে নিচের সার্চ টার্মটির জুড়ি নেই:
-inurl:htm -inurl:html -inul:asp intitle:"index of" (wmv|mpg|avi) starwars
এই সার্চ টার্মের starwars কে পরিবর্তন করে আপনার যে ভিডিও/গান/বই প্রয়োজন সেটির নাম লিখুন। wmv|mpg|avi অংশটি পাল্টে যে ফাইল ফরম্যাট প্রয়োজন তা লিখতে পারেন। যেমন ডিভিডি রিপ ম্যুভির ক্ষেত্রে লিখতে পারেন avi|divx|mkv|mp4 প্রভৃতি। আবার মিউজিক বা গান সার্চ দিলে লিখতে পারেন mp3|wma|wav ইত্যাদি।
এখানে একটা ব্যাপার জেনে রাখুন, খুব জনপ্রিয় কোন কন্টেন্ট খোঁজার ক্ষেত্রে এটার তেমন কোন প্রয়োজন নেই। এটা একমাত্র তখনই ব্যবহার করুন যখন গুগল আপনাকে সাধারণভাবে সার্চ দিলে কোন প্রাসঙ্গিক লিংক দিচ্ছে না বা আপনার ফাইলটার ডাইরেক্ট লিংক দরকার।
এক্সপেরিমেন্ট করুন - ভিন্ন ভিন্ন সার্চ টার্ম ট্রাই করুন। এক্সপেরিমেন্টের কোন বিকল্প নেই।
২. মাঝে মাঝে আমাদের কোন কিছুর বর্ণনা নয়, ব্যাখ্যা নয় প্রয়োজন পড়ে শুধু মাত্র সংজ্ঞা বা সার অংশটুকুর। ধরুন আমার Dermatology কি জিনিস জানা দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:
define:dermatology
গুগল এখন সমগ্র নেটে সার্চ করে বেশ কিছু প্রাসঙ্গিক (এবং কখনো কখনো কিছুটা অপ্রাসঙ্গিক) সংজ্ঞা বা ব্যাখ্যা নিয়ে আসবে রেজাল্ট পেইজে।
আসুন আরো একটু প্রাসঙ্গিক হই, হই আরো একটু সুনির্দিষ্ট। অনেক সময়ই আমাদের শুধু একটা সাইটের মধ্যে সার্চ দেয়ার দরকার পড়ে। কিন্তু অনেক সময়ই দেখা যায় ঐ সাইটের নিজস্ব কোন সার্চ টুল নেই অথবা থাকলেও তা খুব অপ্রাসঙ্গিক রেজাল্ট প্রদর্শন করছে। এখন উপায়। উপায়টা বেশ সহজ। ধরে নেই আমি শুধুমাত্র Somewhere In...blog এর মধ্যে "মাইনাস" শব্দটা সার্চ দিতে চাই, তাহলে আমি গুগলে লিখবো:
মাইনাস site:somewhereinblog.net
আবার মনে করি, আমি Somewhere In...blog এর ব্লগে কোন নির্দিষ্ট এক ধরনের ফাইলগুলো খুঁজে পেতে চাই। ধরা যাক টেক্সট ফাইল। তাহলে আমি গুগলে লিখবো:
site:somewhereinblog.net filetype:txt
অবশ্যই আপনি Somewhere In ও ফাইলটাইপ নিজের প্রয়োজন মতো পরিবর্তন করবেন।
আরো কিছু ছিলো কিন্তু এখন মনে পড়ছে না। আর যা আছে বেশিরভাগই কাজের জিনিস না - হিডেন ওয়েবক্যাম, নেটওয়ার্ক প্রিন্টার ইত্যাদি। কাজের কিছু পরে মনে পড়লে পোস্টে জুড়ে দেবো।
No comments:
Post a Comment