সাম্প্রতিক সময়ে গত বছরের শেষ দিকে পরিচালনাকৃত গ্লোবাল নলেজ এবং টেক রিপাবলিক-এর ২০১০ সালের চাকরির যোগ্যতা সম্পর্কিত এক জরিপে আইটি ম্যানেজারদের প্রশ্ন করা হয়েছিল, ২০১০ সালে বিভিন্ন কোম্পানিতে কি কি দক্ষতাকে চাহিদার শীর্ষে স্থান দেয়া হবে৷ আইটি ম্যানেজার দ্বারা লিস্টকৃত দক্ষতাগুলো হচ্ছে, সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন এবং উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন৷ এতে আরও অন্তর্ভূক্ত আছে ভার্চুয়ালাইজেশন / ক্লাউড কম্পিউটিং এবং ওয়েব ডেভেলপমেন্ট৷ ব্যবসায়িক গবেষণা একটি পুরাতন জনপ্রিয় দক্ষতা হিসেবে পরিচিত৷ এখানে ২০১০ সালের চাহিদার শীর্ষে থাকা ১০টি দক্ষতার আলোচনা করা হলো-
১. প্রজেক্ট ম্যানেজমেন্ট
অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পর সতর্ক চিন্তা এবং পরিকল্পনা ছাড়া কোন প্রতিষ্ঠান আইটি ক্ষেত্রে অর্থ খরচ অথবা ঝুঁকি গ্রহণ করে ভাল ব্যবসায়িক অবস্থা হতে পেছনে ফিরে যেতে চায় না৷ প্রতিষ্ঠানগুলো আইটি ক্ষেত্রে প্রজেক্ট কার্যকারিতা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করে, যা বিনিয়োগের উপর প্রকৃত লাভ দেখাতে পারে৷ বিনিয়োগের উপর ভাল লাভ পাওয়ার প্রথম ধাপ প্রফেশনাল প্রজেক্ট প্ল্যানিং এবং এর কার্যকারিতা৷ ১৯৯০ সালে আইটি প্রজেক্ট যেমন এন্টারপ্রাইজ রিসোর্ট প্ল্যানিং ক্ষেত্রে দুর্বল কার্যকারিতার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতাকে প্রায়ই শীর্ষ দশ দক্ষতার তালিকায় স্থান দেয়া হয়৷ আইটি ক্ষেত্রে প্রফেশন সম্ভাবনাময় হলেও, প্রজেক্ট ম্যানেজারগণ এখন পর্যন্ত প্রতিষ্ঠানের মধ্যে তাদের সামাজিক পদমর্যাদা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে৷ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ওয়েব সাইট অনুসারে, প্রজেক্ট ম্যানেজারগণ এখনও জনগণের দক্ষতা, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব এবং ব্যক্তিগত পেশার গুণ বা বৈশিষ্ট্যের উন্নতিতে সক্রিয়৷
২. সিকিউরিটি
'সিমেনটেক সিকিউরিটি এবং স্টোরেজ ট্রেন্ডস টু ওয়াচ' রিপোর্ট অনুসারে, ম্যালওয়্যার ধারণকারী অসংখ্য স্প্যাম ম্যাসেজ ২ শতাংশের বেশি ই-মেইল তুলে ধরতে ৯ বার পুনরাবৃত্তি করেছে৷ অন্য আরেকদল ক্রিমিনাল নিজেদের উদ্দেশ্য সাধনে জনগণের পছন্দের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আক্রমণ করে৷ উদাহরণ হিসেবে, ২০০৯ সালে টুইটার ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণ (ডিডস) এবং অন্যান্য আক্রমণে বেশিরভাগ সময় অতিবাহিত হয়৷ ইতোমধ্যে এইচ১এন১ অথবা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস অথবা সোয়াইন ফ্লু এবং মাইকেল জ্যাকসনের মৃত্যু নামে শীর্ষ শিরোনামে ক্রিমিনালের দ্বারা জনগণ কর্তৃক ম্যালওয়্যার ডাউনলোডে প্রলুব্ধ করা হয়৷ ২০১০ সালে সিমেনটেক আরও কিছু আক্রমণে বাঁধা প্রদান করে এবং আক্রমণকারীরা সতর্কবাণী দেয় যে, তারা কনজিউমারদের সংবেদনশীল ডাটা পেতে অনবরত সামাজিক প্রকৌশল ব্যবহার করবে এবং ক্রিমিনালরা নতুন প্লাটফর্মের ক্ষতি করার জন্য উপায় ও নিজেদের সুযোগ গ্রহণের জন্য উইন্ডোজ ৭ গ্রহণ করবে৷ সিমেনটেক আরও বলে, ম্যাক এবং স্মার্টফোনও ম্যালওয়্যার কর্তৃপক্ষ দ্বারা টার্গেটকৃত৷ ২০০৯ সালের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো সিকিউরিটি দক্ষতার প্রতি জোর দেয়৷
৩. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন
নেটওয়ার্কিং অ্যাডমিনিস্ট্রেশন দক্ষতা কখনও এর যশ, খ্যাতি হারাবে না৷ গ্লোবাল নলেজ এর জরিপ অনুসারে এটি দ্বিতীয় সর্বোচ্চ দক্ষতা৷ রবার্ট হাফ টেকনোলজির জরিপ অনুসারে চীফ ইনফরমেশন অফিসার দ্বারা অন্বেষণকৃত ২০১০ সালের প্রথম চতুর্ভাগে এটিই শীর্ষ দক্ষতা৷ ২০১০ সালে প্রতিষ্ঠানগুলো আশা করছে আপগ্রেড করবে উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২ ও উইন্ডোজ ৭ ক্লায়েন্ট এবং সম্ভবত ইনস্টল করা হবে এক্সচেঞ্জ সার্ভার ২০১০ ও শেয়ার পয়েন্ট ২০২০৷ নেটওয়ার্ক ট্রাফিক নিশ্চিত করতে এন্টারপ্রাইজের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন৷
টেন্ডবার্গের তৈরি ভিডিও কনফারেন্সিং নিয়ন্ত্রণে ২০১০ সালের সিসকোতে ভিডিও একটি মূল ফোকাস এবং এর মাধ্যমে ক্লিপ ভিডিও ক্যামেরার ডেভেলপার পিওর ডিজিটাল ক্রয় করেছে৷ ২০০৯ এর শেষ দিকে সিসকো দুটো টেলিপ্রেজেন্স সার্টিফিকেশনের এর পরিচয় করিয়েছিল৷ মিডক্যারিয়ার ওয়েজ এর জন্য সিসকো টেলিপ্রেজেন্স সমাধানের স্পেশালিস্ট অথবা পরিকল্পনা, ডিজাইন এবং সিসকো টেলিপ্রেজেন্স কার্যকারিতার স্পেশালাইজড নেটওয়ার্কিং প্রকৌশলী এবং ইনস্টলেশন কৌশলের উদ্দেশ্যে টেলিপ্রেজেন্স ইনস্টলেশন স্পেশালিস্ট৷
৪. ভার্চুয়ালাইজেশন ক্লাউড
প্রতিষ্ঠানগুলোর জন্য যেকোন প্রজেক্টের খরচ বাঁচানো এবং যথার্থতা বিচারে ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং কার্যকারিতার কথা ভাবা হয়৷ নেটওয়ার্ক ওয়ার্ল্ড আর্টিকেল অনুসারে কোম্পানিগুলো স্টোরেজ, নেটওয়ার্কস এবং ডেস্কটপ অন্তর্ভূক্ত আইটি দক্ষতার গন্ডির বিশেষজ্ঞ চায়৷ প্রাথমিকভাবে, কোম্পানিগুলো ভার্চুয়ালাইজেশন ক্রয় এবং কার্যকারিতায় ক্রস-ফাংশনাল উপযুক্ত বলে ঠিক করা হয়৷ কিন্তু অবশেষে ক্লাউড কম্পিউটিংকে প্রত্যাশিত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়৷ গত কয়েক বছরের মধ্যে সকল তথ্যপ্রযুক্তিতে ক্লাউড কম্পিউটিংকে স্ট্যান্ডার্ড দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়, কারণ এতে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে আলোচনা থাকে৷
৫. ব্যবসায়ী বিশ্লেষণ
গতানুগতিক অনেক প্রতিষ্ঠানে ১৯৯০ সালে বড় প্রজেক্ট যেমন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং-এর উদ্যোগে ব্যবসায়িক বিশ্লেষকগণের সমালোচনামূলক চিন্তা প্রদানে ব্যবসায়িক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কিন্তু ব্যবসা দ্রুত বেগে চলতে শুরু করলে এর বিশ্লেষণ তেমন গুরুত্ব পায়নি৷ কিছু উপাদান যেমন অর্থনৈতিক মন্দা এবং অন্যের ইচ্ছা পূরণের প্রবণতা কোম্পানিকে পিছনের একটি ধাপ গ্রহণ করতে এবং ব্যবসায়িক সমস্যা এবং সমাধান নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে, ফলে ব্যবসায়িক বিশ্লেষণ পুনরায় আসে৷ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যানালাইসিস (আইআইবিএ) এর প্রেসিডেন্ট কাথলিন বারেট বলেছেন, নিয়মানুবর্তিতা হচ্ছে একটি ফিনিক্স রাইজিং৷ আইআইবিএ ব্যবসায়িক বিশ্লেষণের কাজ বর্ণনা করে বলেছেন, বিএ হচ্ছে প্রয়োজনীয় তথ্যাদির সহজবোধ্যতা, বিশ্লেষণ, যোগাযোগ এবং বৈধকরণে স্টেক হোল্ডারদের মধ্যে যোগাযোগের ফলে ব্যবসায়িক পদ্ধতি নীতি এবং ইনফরমেশন পদ্ধতির পরিবর্তন হয়৷
৬. ব্যবসা পদ্ধতির অগ্রগতি সাধন
এটা কোন বিস্ময়ের কথা নয় যে, ব্যবসা পদ্ধতির অগ্রগতির দক্ষতা প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ব্যবসায়িক বিশ্লেষণের সহিত একই তালিকায়৷ ব্যবসায়িক পদ্ধতির অগ্রগতি এবং ব্যবসায়িক বিশ্লেষণ দক্ষতা একটি আরেকটির সহযোগিতাপূর্ণ৷ ব্যবসায়িক বিশ্লেষকগণ ব্যবসা পদ্ধতির উন্নতির এলাকা সনাক্ত করে৷ যেখানে বিজনেস প্রসেস ইমপ্রুভমেন্ট বা ম্যানেজমেন্ট কোম্পানিকে তাদের ব্যবসা পদ্ধতি সর্বোচ্চ করণে বিপিএম টেকনিক এবং প্রযুক্তি ব্যবহার করতে সাহায্য করে৷
সম্প্রতি তথ্যপ্রযুক্তি গবেষণার দ্বারা একটি বিপিএম জরিপে বলা হয়েছে, ব্যবসার বিপিএম কার্যপ্রণালীর দিকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অপারেটিং খরচ কমানোর প্রয়োজনীয়তা এবং ক্যাশ ফ্লো উন্নতি৷ এই সুবিধাগুলো গ্রহণে সর্বোচ্চ বাধা হচ্ছে বিপিএম সম্পর্কে জ্ঞানের অভাব৷ গার্টনার অনুসারে, সাফল্যজনক বিপিএম উদ্যোগের জন্য উপযুক্ত যোগ্যতার মধ্যে প্রয়োজন পদ্ধতির দক্ষতা, যন্ত্রপাতি এবং পদ্ধতিগত সম্পদ এবং ট্রান্সফরমেশন দক্ষতা৷
৭. ওয়েব ডেভেলপমেন্ট
যদি আপনি অথবা আপনার কোন বন্ধু ফেসবুকের ফার্ম ভিলে খেলার প্রতি আসক্ত হয়ে থাকেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের শক্তি সম্বন্ধে জানতে পারবেন৷ ফেসবুক ভক্তদের ফার্ম করা এবং ভার্চূয়াল পণ্য ক্রয়ের মাধ্যমে কয়েক মাসে ফার্ম ভিলে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠে৷ খেলাটির নির্মাতা জিংগার হিসেব অনুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশনে খেলাটির একক ব্যবহারকারী মাসে ২০০ মিলিয়নেরও বেশি৷ একজন ফিন্যান্সিয়াল গবেষক রেকনস জিংগা বলেছেন যদি এটা ২০১০ সালের মধ্যব্যবস্থানে আইপিও'তে যায়, তাহলে এর মূল্য ১ বিলিয়ন ডলার৷
ফেসবুকের খেলা নির্মাণ করা চূড়ান্ত প্রকৃতির বিশাল ও বিস্তৃত পরিসরের ওয়েব ডেভেলপমেন্ট৷ ওয়েব নির্মাণকারী এবং ব্লগার গ্লেন স্টেনস্বেরী লিখেছেন, আইফোন অ্যাপ্লিকেশন তৈরি করাও অনেক বেশি লাভজনক৷ স্টেনস্বেরি অন্যান্য আরও জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন, ফ্রেমওয়ার্ক নলেজ, উইভগেট নির্মাণ, কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাস্টমাইজেশন এবং জাভাস্ক্রিপ্ট প্লাগ-ইন তৈরি৷
৮. ডাটাবেজ ম্যানেজমেন্ট
ডাটাবেজ ব্যবসা পদ্ধতি এখন অনেক বেশি সমাদৃত৷ কারণ এটি উত্পাদনশীলতা, বিক্রি, ট্রানজেকশন পদ্ধতি এবং আরও অনেক বেশি কিছু পরিচালনা করতে পারে৷ প্রোগ্রামারগণ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিবিএমএস) দ্রুত এবং যথার্থভাবে প্রোগ্রাম তৈরি করতে পারবে৷ যেখানে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেজ বৈশিষ্ট্যের পুরো শক্তিকে ব্যবসার সমস্যা সমাধানে ব্যবহার করতে পারে৷ কথাটি লিখেছেন ওরাকল এবং আইবিএম সার্টিফাইড ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হোয়ার্ড ফোসডিক৷ তিনি আরও বলেছেন অনেক তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রজেক্ট ব্যর্থ হয়েছে ডিবিএ ট্যালেন্ট অথবা ডিবিএ ইস্যুগুলোকে যথার্থভাবে নিরাপদে রাখার অযোগ্যতার কারণে৷
ডাটাবেজের প্রধান বিক্রেতা হচ্ছে ওরাকল, আইবিএম এবং সিবেজ৷ ডাটাবেজ প্রফেশনালদের জন্য ওরাকলে তিনটি প্রধান সার্টিফিকেশন প্রোগ্রাম আছে৷ প্রথমটি হচ্ছে ওরাকল সার্টিফাইড অ্যাসোসিয়েট (ওসিএ) পরবর্তী হচ্ছে ফ্ল্যাগশীপ ওরাকল সার্টিফাইড প্রফেশনাল (ওসিপি) স্বীকৃতি, এর মাধ্যমে এন্টারপ্রাইজ ভিত্তিক ডাটাবেজ এবং অন্যান্য সফটওয়্যার ব্যবস্থাপনা, উন্নতি অথবা কার্যকারিতায় ব্যক্তিগত যোগ্যতার জন্য সার্টিফিকেট দেয়া হয়৷ ওরাকলের সবচেয়ে অগ্রসরমান সার্টিফিকেট ওরাকল সার্টিফাইড মাস্টার (ওসিএম)৷
৯. উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন
মাইক্রোফট প্রত্যাশা করছে ২০১০ সালে উইন্ডোজ সার্ভার ২০০৮ আর ২, উইন্ডোজ৭ ক্লায়েন্ট, সম্ভবত ইনস্টল করা হবে এক্সচেঞ্জ সার্ভার ২০১০, শেয়ার পয়েন্ট ২০১০ আপগ্রেড করবে৷ মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ২০০৮ সার্টিফিকেশনের মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি স্পেশালিস্ট (এমসিটিএস) পর্যায়ে কনফিগারেশন পূর্ণ করা হয় ডিরেক্টরি, নেটওয়ার্কিং এবং অ্যাপ্লিকেশন কার্যকরী করার জন্য৷ মাইক্রোসফট সার্টিফিকেশন আইটি প্রফেশনাল (এমসিআইটিপি) পর্যায়ে সার্ভার ২০০৮-এ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, এন্টারপ্রাইজ অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেশন প্রাপ্য৷ উইন্ডোজ সার্ভার ২০০৮ ভার্চুয়ালাইজেশন পরীক্ষায় থাকবে সার্ভার ভার্চুয়ালাইজেশন, ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন এবং ভার্চুয়ালাইজেশন অ্যাডমিনিস্ট্রেশন৷
১০. ডেস্কটপ সাপোর্ট
ডেস্কটপ সাপোর্টকে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষতা হিসেবে বিচেনা করা হয়েছে৷ ২০১০ সালের চাকরি সম্বন্ধীয় জরিপে একে দশম স্থানে স্থান দেয়া হয়৷ ডেভ উইলমার এর প্রযুক্তির কার্যনির্বাহী পরিচালক রবার্ট হাফ বলেছেন, অর্থনীতির উন্নতির জন্য ডেস্কটপ সাপোর্ট জানা কর্মচারী প্রতিষ্ঠানে নতুন লোক নিয়োগে সাপোর্ট করবে৷ সম্প্রতি মাইক্রোসফট সরবরাহ করছে এমসিআইটি : কনজিউমার সাপোর্ট টেকনিশিয়ান এবং এমসিআইটিপি : এন্টারপ্রাইজ সাপোর্ট টেকনিশিয়ান সার্টিফিকেশন, কিন্তু এগুলো উইন্ডোজ ভিসতা নির্ভর৷ মাইক্রোসফট বলেছিল যে এটা কাজ করবে এমসিআইটিপি : উইন্ডোজ ৭, এন্টারপ্রাইজ ডেস্কটপ সাপোর্ট টেকনিশিয়ান সার্টিফিকেশনে৷ প্রত্যাশিত প্রার্থীদের ৬৮০: উইন্ডোজ ৭ তৈরি করার এবং ৬৮৫: উইন্ডোজ ৭, উইডএসটি কনফিগারের পরামর্শ দেয়া হয়েছিল
ই-বিজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment