কম্পিউটারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিটাস্ক। এর ফলে কম্পিউটার এক সাথে একাধিক প্রোগ্রাম/এ্যাপলিকেশন নিয়ে কাজ করা য়ায়। কিন্তু একাধিক প্রোগ্রাম বা ফোল্ডারে উইন্ডো খোলা থাকলে নিচের উইন্ডোটি বা ডেক্সটপ দেখা যায় না। কোন উইন্ডো যদি সচ্ছ (ট্রান্সপারেনিন্স) হতো তাহলে সহজেই নিচের উইন্ডো বা ডেক্সটপ দেখা যেত। আপনি চাইলে এমনই বৈচিত্র আনতে পারেন। গ্লাস২কে নামের মাত্র ৫৬ কিলোবাইটের একটি সফটওয়্যারের সাহায়্যে এমনটি করা য়ায়। http://chime.tv/products/glass2k/Glass2k.exe লিংক থেকে আপনি সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করুন, তাহলে টাস্কবারে সফটওয়্যারের আইকন দেখা যাবে। এবার যে উইন্ডোকে সচ্ছ করতে চান সেই উইন্ডোর উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে একটি মেনু আসবে যেখানে যে সংখ্যার উপরে ক্লিক করেলে শতকরা কত ভাগ গ্লাস হিসাবে দেখতে চাচ্ছেন সেই হিসাবে সচ্ছ হবে। আপনি চাইলে সেটিং থেকে আনুসঙ্গিক কিছু পরিবর্তন করে নিতে পারেন।
source
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment