Sunday, April 4, 2010
প্রতিবেদন বিশেষজ্ঞদের দৃষ্টিতে ১০টি বিজনেস টেকনোলজি
টেকনোলজির যাত্রা কখনও থেমে থাকে না, কিন্তু সিআইও এবং আইটি ম্যানেজারগণ এ বছর কী কী টেকনোলজির প্রয়জনীয়তা অনুভব করবেন? আমাদের প্রতিবেদনটি বিভিন্ন অ্যানালিস্ট, ভেন্ডরস, ইউজারস, আইটি প্রফেশনালস, সিস্টেম ইন্টিগ্রেটরস এবং পন্ডিতদের সুচিন্তিত মতামতের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে৷ বিজনেসে ব্যবহৃত হতে পারে এরকম শীর্য দশটি টেকনোলজি নিয়েই সাজানো হয়েছে প্রতিবেদনটি-
১. ফ্লাউড কম্পিউটিং
ক্লাউড কম্পিউটিং এর সেবা তিন ধরনের হতে পারে- অন, ডিমান্ড অ্যাপ্লিকেশন্স (সফটওয়্যার সার্ভিস হিসেবে), কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচারের সোর্স হিসেবে (যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস) এবং অর্গানাইজেশনের ভেতরেই সার্ভিস ডেলিভারি (ইন্টারনাল ফ্লাউড)৷ এর মানে হচ্ছে প্রায় প্রত্যেক সিআইও এর কাছেই যে কোন এক ধরনের ক্লাউড কম্পিউটিং এর গ্রহনযোগ্যতা রয়েছে৷ বিশ্বখ্যাত অ্যানালিস্ট ফার্ম গার্টনারের র্যাংকিং অনুযায়ী, ২০১০ এর সেরা স্ট্রাটেজিক টেকনোলজি হবে ক্লাউড কারণ এটা আইটি সলু্যশনের খরচ হয়তো হ্রাস করে না কিন্তু সমস্ত ব্যপারটা পুনরায় সাজাতে পারে এবং অন্যান্য আনুষাঙ্গিতা হ্রাস করতে পারে৷
২. চারটি মাইক্রোসফট আপগ্রেডস
২০১০ এর একটি বড় চমক হতে পারে মাইক্রোসফটের অফিস ২০১০ এবং শেয়ার পয়েন্ট ২০১০৷ গত বছরের শেষের দিকে এক্সচেঞ্জ ২০১০ এর আগমন এবং আইটি ম্যানেজারদের মাইক্রোসফটের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি অনুযায়ী তিনটি বড় ধরনের আপগ্রেড আসতে যাচ্ছে৷ অফিস ২০১০ আরেকটি গতানুগতিক অফিস আপডেট হবে৷ কিন্তু শেয়ার পয়েন্ট এবং এক্সচেঞ্জ ৬৪বিট ভার্সনের হতে যাচ্ছে, যেখানে অসংখ্য ইউজারের সুবিধার জন্য সার্ভার আপডেট যুক্ত করা হবে৷ তবে উইন্ডোজ সেভেনের দিকেও সবার দৃষ্টি থাকবে৷
৩. ভাচুয়ালইজেশন
বিগত কয়েক বছরে ভার্চুয়ালাইজেশন যদিও কিছুটা ফ্লপ তবে এ বছর এতে নতুন গতির সঞ্চার হতে পারে৷ গাটনারের পর্যবেক্ষনে এ বছর ভার্চুয়ালইজেশনের স্ট্যান্ডার্ড পুনরুদ্ধার হতে পারে এবং এর পযাপ্ত টেকনিকের মাধ্যমে ভার্চুয়াল মেশিন্স জগতে আলোড়ন তৈরী হতে পারে৷ ডেস্কটপ মেশিনেও এর নতুন ধরনের উন্মাদনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
৪. বায়োমেট্রিক অথেনটিকেশন
২০০৯ সালে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকে ভয়েস প্রিন্ট্রের ব্যবহার সফল হয়েছিলো৷ ফোন ব্যাংকিং এবং জেনারেল কাস্টমার সার্ভিস এনকোয়্যোরি ও কাস্টমার সার্ভিসে উল্লেখযোগ্য ঘটনা৷ কারণ এতে কাস্টমার সার্ভিস এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাও উন্নত হয়েছিলো৷ অনেক কল সেন্টার এই অভিজ্ঞতা সঞ্চয় করে ২০১০ সালে আরো ভালো সার্ভিস দেবে বলে সংশ্লিষ্টদের অভিমত৷
৫. নেক্সট জেনারেশন ফায়ারওয়াল
নিরাপত্তা বিষয়ে কম্পিউটারের এক অকৃত্রিম বন্ধু ফায়ারওয়াল৷ অধিকাংশ প্রতিষ্ঠানই সিকিউরিটি এপ্লিকেশন্স ফায়ারওয়াল, প্রটেকশন ডিভাইসেস ব্যবহার করে তাই ব্যবসায়িক কর্নধারগন এ বছর ফায়ারওয়ালের আরো উন্নত সার্ভিস প্রত্যাশা করছেন স্বাভাবিক ভাবেই৷
৬. এমপ্লয়ি মালিকানা আইটি
স্বাভাবিকভাবে, আইটি বিভাগই সিদ্ধান্ত নেয় কর্মচারীরা কোন ধরনের কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহার করবে এবং মেইনটেনেন্সের ব্যাপারটাও তারা দেখভাল করে৷ তরুন কর্মচারীরা অবশ্য একটু ভিন্ন ধারার কাজ করতে চাইছে৷ এমপ্লয়ি মালিকানা আইটি প্রতিষ্ঠানে তাদের নিজেদের কম্পিউটারে কাজ করে যাতে র্ভাচুয়ালাইজেশন অথবা মাল্টিপল অপারেটিং সিস্টেম নিরাপত্তা প্রদান করবে৷ আইটি বিভাগ কম্পিউটার ভেন্ডরদেরও মেইনটেনেন্স করছে যেখানে কর্মচারীরা আরো ভাল সেবা দিচ্ছে তাদের প্রয়োজন ও পছন্দ অনুয়ারী কম্পিউটার ব্যবহার করে৷
৭. লয়্যালিটি স্কিম
অ্যানালিস্ট ফার্ম ফ্রস্ট এবং সুলিভান্স ইন্ডাস্ট্রি ডাইরেক্টর এন্ডু বিশ্বাস করেন ২০১০ সালে লয়্যালিটি স্কিম মূল আলোচনায় চলে আসবে৷ ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইওগণ টেলিকমিউনিকেশন এবং অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ম্যাচিত্তর লয়্যালিটি সফটওয়্যার নিয়ে আগ্রহ প্রকাশ করার সম্ভাবনা রয়েছে৷
৮. সলিড স্টেট বিসকস
স্টোরেজ হয়তো ফ্যাশনেবল নয় কিন্তু এখন ইন্ডাস্ট্রি সলিড স্টেট ডিস্কে শিফট হচ্ছে৷ অথাত্ ম্যাগনেটিক স্পিনিং ডিস্কের পরিবর্তে ফ্ল্যাশ মেমরিতে রূপদান হচ্ছে৷ এই বিসকগুলো একই সাথে ছোট, দ্রুত, স্মার্ট এবং বিদু্যত্ সাশ্রয়ী৷ এর মাধ্যমে নতুন সার্ভার ছাড়াও অ্যাপ্লিকেশনগুলো গতি পাবে৷ ২০১০ এ রিলিজ হবে এলটিও৫, একটি স্ট্যান্ডার্ড টেপ ফরমেট ৩.৬ টেরাবাইট প্রতিটি টেপের জন্য৷
৯. স্মার্ট গ্রিডস
স্মার্ট গ্রিডস এমন আশ্চর্যজনক প্রযুক্তি যার মাধ্যমে ডিভাইসসমূহে সেন্সর সংযুক্ত থাকবে যার, ইলেক্ট্রিসিটি কনজাম্পশন মনিটর করা হবে এবং বিদু্যত্ সাশ্রয়ী হিসেবে কাজ করবে৷
১০. হাইজিও সার্ভার
২০০৯ এর একটি বড় আইটি ঘটনা ছিলো ওরাকলের সান অধিগ্রহন৷ তারা সার্ভার স্টোরেজ এবং অন্যান্য ব্যপারগুলো একটি প্যাকেজের মাধ্যমে ব্যবসায় প্রয়োগ করতে চেয়েছিলো৷ এবং ওরাকল সানের এই প্রচেষ্টাকে আরো বর্ধিত করবে৷ একই পথে এইচপি ও সার্ভার ম্যানুফেকচারিংয়ে সাশ্রয়ী হবার কথা চিন্তা করছে৷ যদি এই ধারা চলতে থাকে তবে ডাটা সেন্টার হার্ডওয়্যার একই পথে চলতে শুরু করবে৷
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment