Monday, April 26, 2010
একই ধরনের ওয়েসবাইট খুঁজে বের করুন সহজে
অনেক সময় কোন একটা বিষয়ের উপর একাধিক ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করার দরকার হয়। কারণ সবকিছু হয়ত একই ওয়েবসাইট থেকে না ও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নিই। কিন্তু সঠিক কি লিখে সার্চ দিতে না পারলে সব সময় সঠিক রেজাল্ট আসে না। ফলে নতুন ব্যবহারকারীদের একটু সমস্যা হয়ে যায় দরকারী খুঁজে পেতে। একই ধরনের বিষয়বস্তু সমৃদ্ধ ওয়েসবাইট খুঁজে বের করার এই কাজকে অনেক সহজ করে দিয়েছে SimilarWeb। এটি Mozilla Firefox এর একটি Add-on। এই Add-on টি ইনস্টল করার পর আপনার ব্রাউজারের বামপাশে একটা সাইডবার দেখতে পাবেন। যখনই আপনি কোন ওয়েবসাইট ভিজিট করবেন সেই ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ন সাইটগুলোর থাম্বনেইল এই সাইডবারে দেখা যাবে। Add-on ডাউনলোড করুন এই লিংক থেকে। ডাউনলোড লিংকে ক্লিক করার পর এড্রেসবারের নিচে একটা মেসেজ আসবে সেখানে Allow বাটনে ক্লিক করুন। এরপর ফায়ার ফক্সের Add-ons ইনস্টলারটা দেখা যাবে সেখানে Install Now বাটনে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment