Monday, April 26, 2010
ফেসবুক থেকে এসএমএস পাঠান একদম ফ্রি!
বর্তমান সময়ে হিসেব করলে সব চাইতে জনপ্রিয় সাইট ফেসবুক। নিজেদের মধ্যে সম্পর্ক স্থায়িত্ব এবং সুদৃঢ় করে রাখতে ফেসবুকের অবদান আসলেই অনস্বীকার্য। যদিও এর অনেকগুলো বিপরীত প্রভাব রয়েছে। যাই হোক, এ রকম কিছু সুবিধা অসুবিধার সঙ্গে আরো একটি সুবিধা যুক্ত করতে পারেন। তা হচ্ছে এসএমএস। এ সার্ভিসটি দিচ্ছে Meemtosh। এ এপ্লিকেশনটি যদি আপনি আপনার প্রোফাইলে যুক্ত করুন, তাহলে যে কেউ আপনার মোবাইল নম্বরে ফ্রি এসএমএস পাঠাতে পারবেন। আপনিও ইচ্ছে করলে অন্যান্য যে কোন নম্বরে এসএমএস করতে পারবেন। তেমন কোন ঝামেলা করতে হয় না। শুধু মাত্র এই সাইটে প্রবেশ করুন এই লিংক থেকে। আপনার কাছে ফেসবুক ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড চাইবে। রেফারেন্স কোড চাইবে। দেওয়ার দরকার নাই। পরের স্টেপে গিয়ে যত্ত খুশি এসএমএস পাঠান। আপনি এসএমএস পেতে হলে কনফিগারেশনে গিয়ে আপনার নম্বর সেভ করুন এবং প্রোফাইল বক্সে এপ্লিকেশনটি সেট করুন
Subscribe to:
Post Comments (Atom)
hoy na ken
ReplyDelete