Monday, April 26, 2010
হার্ডডিস্কের দিন কি শেষ হয়ে যাচ্ছে?
জাপানের PhotoFast নামক একটি কোম্পানী তৈরী করেছে G-Monster-Promise PCIe SSD নামের একটি সলিড স্টেট ডিস্ক। যা PCI Express স্লটে ব্যবহার করতে হবে। কল্পনা করতে পারেন এই ডিস্কের রিড/রাইট স্পীড? প্রতি সেকেন্ডে এটি ১০০০ মেগাবাইট ডেটা রিড/রাইট করতে পারে। ২৫৬ গিগাবাইট, ৫১২গিগাবাইট এবং ১ টেরাবাইট এই তিন সাইজের ধারন ক্ষমতা সম্পন্ন ডিস্ক পাওয়া যাবে। এই মে মাসের মধ্যেই এগুলো জাপানের বাজারে পাওয়া যাবে। তবে দামটা এখনো আমাদের হাতের নাগালের বাইরে, ২৫৬ গিগাবাইট ১৬০০ ডলার, ৫১২গিগাবাইট ২০০০ ডলার এবং ১ টেরাবাইট ৪৫০০ ডলার। তারপর ও আমাদের কে ধরে নিতে হার্ডডিস্ক তার জীবনের শেষ সময়ে চলে এসেছে। কারণ কিছু দিন পরেই এসব ডিস্কের দাম পড়তে থাকবে যা এক সময় সাধারন ক্রেতাদের সাধ্যের মধ্যে চলে আসবে।
G-Monster-Promise PCIe SSD ছাড়া ও PhotoFast কোম্পানীর আরো কিছু ডিভাইস রয়েছে। বিস্তারিত পাবেন তাদের ওয়েবসাইটে।
source:http://cae.com.bd
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment