ভিডিও এডিটিং-এর সবচেয়ে সহজ এবং প্রাথমিক কাজগুলো Windows Movie Maker দিয়ে করা যায় । Windows Movie Maker সফটওয়্যারটি Windows XP-এর সাথে বিল্ডইন অবস্থায় থাকে । এই সফটওয়্যারের কাজ অনেকেই জানেন , এমনকি অনেকেই Ulead Video Studio এ অনেক পারদর্শী । Ulead Video Studio এর কাজ শেখার আগে Windows Movie Maker এর কাজগুলো জানা দরকার । আসুন আর কথা না বাড়িয়ে দেখি কিভাবে Windows Movie Maker দিয়ে ভিডিও সম্পাদন করা যায় ।
Windows Movie Maker-এর কাজগুলো নিম্নরুপ-
১) start > All Programs > Windows Movie Maker এ ক্লীক করুন ।
২) বাম পাশের Movie Tasks এর Capture Video হতে video বা picture Import করুন । আর মিউজিক দিতে চাইলে audio or music picture Import করুন ।
২) video বা picture Import করার পর video বা picture গুলোকে সিলেক্ট করে সবার নিচে timeline এ ড্রাগ করুন অথবা মাউসের ডান বাটন অপশন হতে add to timeline এ ক্লীক করুন।
৩) এরপর বাম পাশের Movie Tasks এর Edit Movie হতে video effects, video transitions এবং titles or credits ছবিগুলোতে ড্রাগের মাধ্যমে timeline-এর ছবিতে প্রয়োগ করুন এবং Storyboard হতে আপনার প্রয়োজনত transition , Audio , Audio/Music এবং Title Overlay সংশোধন করুন । কাজ করার সময় ডানপাশের প্লেয়ার হতে মাঝে মাঝে চেক করতে পারবেন ।
৪) বাম পাশের Movie Tasks এর Finish Movie হতে save to my computer এ ক্লীক করে তৈরিকৃত Movieটি আপনার হার্ডডিস্কে সংরক্ষন করুন ।
৫) এবার আপনার তৈরিকৃত Movieটি দেখুন আপনার প্লেয়ারে । এই Movieটিকে যেকোন কনভার্টার দিয়ে সুবিধাজনক ফরমেটে ফরমেট করা যাবে এবং একে সিডিতে রাইট করা যাবে ।
Windows Movie Maker সফটওয়্যারটি খুবই ছোট , তাই বড় ধরনের কাজ এই সফটওয়্যারটি দ্বারা করা সম্ভব হয়না । Ulead Video Studio সফটওয়্যার দ্বারা ভিডিও এডিটিং-এর অনেক কাজ করা যায় । Ulead Video Studio Plus-10.0 এর সাইজ ১৩৯ মেগাবাইট । আপনাদের সাড়া পেলে আমি Ulead Video Studio-এর কাজগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করবো । Ulead Video Studio এর কাজগুলো করার আগে Windows Movie Maker এর কাজগুলো ভালোভাবে চর্চা করুন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment