Friday, April 30, 2010
VPN কি?
VPN শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। শব্দটা শুনে থাকলেও অনেকের এই সর্ম্পকে তেমন কোন ধারনা নেই। আপনাদেরকে আমি এ ব্যাপারে যতটুকু সম্ভব সহজভাবে একটা ধারণা দেবার চেষ্টা করব। Virtual Private Network কে সংক্ষেপে VPN বলা হয়। আক্ষরিক অনুবাদ করলেই আপনারা বুঝতে পারছেন যে, একটা কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। নেটওয়ার্ক ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। একটা প্রতিষ্ঠানের সবগুলো পিসির মধ্যে নেটওয়ার্কিং করা থাকলে খুব সহজেই সবাই একে অপরকে ইমেইল, ফাইল ইত্যাদি তথ্য আদান প্রদান করতে পারে। আমরা সাধারনত প্রাইভেট নেটওয়ার্ক বলতে অফিসের সবগুলো পিসি একটা জায়গায় সংযুক্ত এটাকেই বুঝি। বাসায় অনেকেই আমরা ইন্টারেনট ব্যবহার করি। ইন্টারনেটকে বলা হয় পাবলিক নেটওয়ার্ক। এর বিস্তৃতি সারা পৃথিবী জুড়ে। প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্কের মধ্যে মূল পার্থক্য হল প্রাইভেট নেটওয়ার্কে শুধুমাত্র ওই নেটওয়ার্কের সদস্যগণ একজন আরেকজনের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে কিন্ত পাবলিক নেটওয়ার্কে পৃথিবীর যে কেউ যে কারো সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থেকে যায়। এখন ধরা যাক, একজন প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারকারী তার নেটওয়ার্কের বাইরে অবস্থান করছে(অফিস ঢাকাতে সে অবস্থান করছে ব্যাংককে)। এই ক্ষেত্রে সে তার নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে চাইলে ইন্টারনেট ব্যবহার ছাড়া উপায় নেই। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়। এই পদ্ধতিতে তথ্য এনক্রিপ্টেড অবস্থায় আদান-প্রদান হয় ফলে সুরক্ষিত থাকে। VPN এর জন্য প্রাইভেট নেটওয়ার্কে একটা VPN সার্ভার থাকে এবং ব্যবহারকারীর পিসিতে VPN ক্লায়েন্ট কনফিগার থাকে। যখন কোন ব্যবহারকারী VPN এর মাধ্যমে তার প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হতে চাইবে প্রথমে তার পিসিতে ইন্টারনেট কানেকশন নিশ্চিত করতে হবে এর পর VPN ক্লায়েন্টএর মাধ্যমে VPN সার্ভারে লগিন করবে। লগিন করার পর যদিও ব্যবহারকারী তার নেটওয়ার্ক থেকে অনেক দুরে অবস্থান করছে তারপর ও সে প্রাইভেট নেটওয়ার্কের সব সুযোগ সুবিধাগুলো পাবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment