এখন কিছু টিপস দেব যার মাধ্যমে নেটওয়ার্কের সমস্যার সমাধান সহজ হবে:
১. ইন্টারনেট কানেকশনে সমস্যা হলে সাময়িকভাবে firewall বন্ধ রাখতে পারেন। firewall এর কারনেও এরকম সমস্যা হতে পারে।
২.নেটওয়ার্ক না পেলে প্রতিটি ওয়্যারলেস এডাপটার আলাদা আলাদাভাবে পরীক্ষা করে দেখা যেতে পারে।
৩. একসেস পয়েন্টের সমস্যা নিরুপনের জন্য এডহক নেটওয়ার্ক কনফিগার করে দেখা যেতে পারে।
৪. নেটওয়ার্ক করার সময় গূরুত্বপূর্ণ সেটিং (যেমন-ওয়েপ কি,ম্যাক এড্রেস,চ্যানেল নাম্বার,কম্পিউটারের নাম ইত্যাদি ) লিখে রাখেতে পারেন।
৫. নেটওয়ার্কের পারফর্মেন্স অতটা মানসম্পন্ন নাও হতে পারে যা ডিভাইসগুলোর গায়ে লেখা থাকে।
৬. আরেকটা কথা হলো -কোন কিছু ভুল হয়ে গেলে সমস্যা নেই, সব কিছুই নতুন করে কনফিগার করা যাবে।
source:http://tutorialbd.com
Wednesday, March 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment