১৯৭০ সালে Xerox Palo Alto Research Center (PARC) কিছু ডেভলপার গ্রাফিক্যাল কম্পিউটারের উপর কাজ করছেলেন। ১৯৭৩ সালে তারা অধুনিক গ্রাফিক্যাল কম্পিউটারের মান সম্পন্ন প্রথম ইন্টারফেস Xerox Alto তৈরী করেন। এটা মূলত বিশ্ববিদ্যালের ল্যাবের কাজে ব্যবহার করা হতো এবং ব্যবসার তার প্রসার করা হয় নি।

১৯৮১-১৯৮৫
Xerox 8010 Star ( প্রথম প্রকাশ ১৯৮১)
এটাই প্রথম কম্পিউটার যা ডেস্কটপ কম্পিউটারের সাথে সম্পুর্ণরুপে মানানসই ছিল। প্রথমে The Xerox Star এবং পরে GlobalView নাম দেয়া হয়।
Xerox 8010 Star, উ: toastytech.com
Apple Lisa Office System 1 (প্রকাশ ১৯৮৩)
Lisa OS নামে সিস্টেমটির আবির্ভাব ঘটে এবং অল্প সময়েই এপলের Macintosh অপারেটিং সিস্টেম এটির মৃত্যু ঘটায় যা আরও নতুন নতুন সুবিধা নিয়ে আসে।
Apple Lisa OS 1, উ: GUIdebook

Apple Lisa OS 1, উ: GUIdebook
VisiCorp Visi On (প্রকাশ ১৯৮৪)
আইবিএমের প্রথম গ্রাফিক্যাল ওএস কম্পিউটার। এটিতে মাউসের ব্যবহার শুরু হয়। অবশ্য এটাতে আইকনের ব্যবহার ছিল না।
VisiCoprt Visi On, Source: toastytech.com

VisiCoprt Visi On, Source: toastytech.com
Mac OS System 1.0 (প্রকাশ ১৯৮৪)
System 1.0 ছিল ম্যাকিনটোসের দ্রুতগতি সম্পন্ন ওএস। বর্তমান আধুনিক ওএসের অনেক ফিচারই তখন তৈরী হয়েছিল। উনডোগুলো মাউসের মাধ্যমে ড্রাগ করে সহজেই সরানো যেতো। ড্রাগ করে কপি করার ব্যবস্থাও এখানে ছিল।
Apple Mac System 1.0, Source: toastytech.com
Amiga Workbench 1.0 (প্রকাশ ১৯৮৫)
কালো,সাদা,নিল আর কমলা রঙের ইন্টরফেস সম্মিলিত ছিল এই ওএস।
Amiga Workbench 1.0, Source: GUIdebook

Amiga Workbench 1.0, Source: GUIdebook
Windows 1.0x (প্রকাশ ১৯৮৫)
মাইক্রসফট শেষ মেস উইনডোজ ১.০ প্রকাশ করলো। এটাই ছিল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ প্রথম সম্পুর্ণ আপারেটিং সিস্টেম। ৩২ ×৩২ পিক্সেলের আইকন এনালগ ঘড়ি সহকারে রঙিন ভূবনে প্রবেশ করলো মাইক্রসফট। মূলত এর পরবর্তি সংস্করনই মাইক্রসফটকে এতদূর এগিয়ে দিয়েছে।
Microsoft Windows 1.01, Source: makowski-berlin.de

Microsoft Windows 1.01, Source: makowski-berlin.de
GEM (প্রকাশ ১৯৮৫)
Digital Research, Inc. (DRI). ১৯৮৫ সালে GEM (Graphical Environment Manager) প্রকাশ করে। এটি ইন্টেল ৮০৮৮ এবং ইন্টেল ৬৮০০০ মাইক্রপ্রসেসরে ও ডস অপারেটিং সিস্টেমে চলতো। সয়ং সম্পূর্ণতার অভাবে এটা এটি তত জনপ্রিয়তা লাভ করে নি।
Source: Wikipedia
১৯৮৬-১৯৯০
IRIX 3 ( সংস্করন ১৯৮৬, প্রথম প্রকাশ ১৯৮৪)
৬৪ বিটের আইরিক্স অপারেটিং সিস্টেম UNIX এর জন্য তৈরী করা হয়। এটা ভেক্টর আইকন সাপোর্ট করতো। তার অনেক পরে ম্যাওএস এই ফচারটি তাদের ওএসে যুক্ত করে।
Silicon Graphics IRIX 3.0, Source: osnews.com
GEOS (প্রকাশ ১৯৮৬)
The GEOS (Graphic Environment Operating System) অপারেটিং সিস্টেমটি Berkeley Softworks (পরবর্তিতে GeoWorks) এর হাতে গড়া। এটা ওয়ার্ডপ্রসেস ও পেইন্টের জন্য ডিজ্ইন করা হয়েছিল।ওয়ার্ড প্রসোসরের নাম ছিল geoWrite ছবি আকার প্রগ্রামটির নামছিল geoPaint.
Source: Wikipedia
Windows 2.0x (প্রকাশ 1987)
এটাতে ম্যাক্সিমাইজ ও মিনিমাইজের অপশন যুক্ত করা হয়।
Microsoft Windows 2.03, Source: guidebookgallery.org

Microsoft Windows 2.03, Source: guidebookgallery.org
OS/2 1.x (প্রকাশ১৯৮৮)
আবিএম এবং মাইক্রসফট মিলে OS/2 বানায়। কয়েক বছর পর তারা আলাদা হয়ে যায়।
Microsoft-IBM OS/2 1.1, Source: pages.prodigy.net

Microsoft-IBM OS/2 1.1, Source: pages.prodigy.net
NeXTSTEP / OPENSTEP 1.0 (প্রকাশ ১৯৮৯)
Steve Jobs ল্যাবে কাজ করার সময় মাথায় নতুন একটি আইডিয়া মাথায় আসে,এরই ফলে NeXT Computer Inc. এর সূচনা। আইকনগুলো একটু বড় ছিল(৪৮×৪৮),আরও বেশি রঙের বাহার ছিল তার ডিজাইনে।
NeXTSTEP 1.0, Source: kernelthread.com
OS/2 1.20 (released in 1989)
আরও আপগ্রড ভাসন যেটার আইকন আরো সুন্দর ও স্বচ্ছ।
OS/2 1.2, Source pages.prodigy.net
Windows 3.0 (১৯৯০)
প্রকৃত পক্ষে গ্রাফিক্যাল ইন্টারফেসের প্রয়োজনীয়তার সত্যিকার বহি:প্রকাশ এই ভার্সনে। ৩৮৬ কম্পিউটারের জন্য এটাই ভাল মানের ওএস। ভিজিএ ৮০০×৬০০ এবং ১০২৪×৭৬৮ সাপোর্ট করে এই সিস্টেমে।
Microsoft Windows 3.0, Source: toastytech.com

Microsoft Windows 3.0, Source: toastytech.com
১৯৯১-১৯৯৫
Amiga Workbench 2.04 (প্রকাশ ১৯৯১)
থ্রডি আউটলুক ছিল এটার একটি বৈশিষ্ট্য
Commodore Amiga Workbench 2.04, Source: guidebookgallery.org
Mac OS System 7 (released in 1991)
Mac OS version 7.0 ই প্রথম ম্যাক অপারেটিং সিস্টেম যা গ্রাফিক্যাল ইন্টারফেস সাপোর্ট করে। ধুসন,নিল ও হলুদ রঙের আইকন সংযোজিত হয়।
Apple Mac OS System 7.0, Source: guidebookgallery.org

Apple Mac OS System 7.0, Source: guidebookgallery.org
Windows 3.1 (১৯৯২)
এটিতে ট্রু টাইপ ফন্ট সংযোজন হয়। রঙের ক্ষেত্রেও উন্নয়ন করা হয়।
Source: Wikipedia
OS/2 2.0 (১৯৯২)
এটাই আন্তর্জাতিক মান সম্পন্ন GUI যা অবজেক্ট অরিয়েন্টেড ডিজাইন ব্যবহার করে করা হয়। এখানে প্রতিটি ফোল্ডার একটি অবজেক্ট, এবং অন্য ফাইল ও ফোল্ডারের সাথে সম্পর্কযুক্ত। এটাতে ড্রাগ এন্ড ড্রপ ফাংশনও ছিল।
IBM OS/2 2.0, Source: toastytech.com

IBM OS/2 2.0, Source: toastytech.com
Windows 95 (১৯৯৫)
সম্পূর্ণ নতুনভাবে এ সিস্টেমটি বানায় মাইক্রসফট। এটাই প্রথম উইনডোজ যাতে প্রতিটি উইনডোর কোনায় ক্লোজ বাটন যুক্ত করা হয়। প্রতিটি আইকনের enabled, disabled, selected, checked ইত্যাদি অবস্থা প্রদান করে। মূলত: গ্রাফিক্যাল ইন্টরফেসের আমূল পরিবর্তন আনা হয় এতে।
Microsoft Windows 95, Source: guidebookgallery.org

Microsoft Windows 95, Source: guidebookgallery.org
১৯৯৬-২০০০
OS/2 Warp 4 (১৯৯৬)
আইবিএম OS/2 Warp 4 রিলিজ করে।
IBM OS/2 Warp 4, Source: toastytech.com

IBM OS/2 Warp 4, Source: toastytech.com
Mac OS System 8 (১৯৯৭)
Mac OS 8 এ ২৫৬ রঙের আইকন ছিল।
Apple Mac OS 8, Source: guidebookgallery.org
Windows 98 (১৯৯৮)
২৫৬ এর চেয়ে বেশি রং ব্যবহৃত হয় এতে। উইনডোজ এক্সপ্লোরার বলতে গেলে সম্পুর্ণটাই পরিবর্তিত হয়। একটিভ ডেস্কটপের ধারনা এখান থেকেই শুরু। আরও ড্রাইভার সাপোর্ট সহ ভাল মানের গ্রাফিকস প্রদানে সক্ষম ছিল এই সিস্টেম।
Microsoft Windows 98, Source: toastytech.com
আরও ওএসের বর্ণনা ব্যতিত চিত্র দেয়া হলো:
KDE 1.0 (১৯৯৮)

Source: Wikipedia
BeOs 4.5

Source: Wikipedia
GNOME 1.0 (১৯৯৯)

Red Hat Linux GNOME 1.0.39, Source: visionfutur.com
২০০১-২০০৫
Mac OS X (২০০১)

Apple Mac OS X 10.1 Source: guidebookgallery.org
Windows XP (২০০১)

Microsoft Windows XP Professional, Source: guidebookgallery.org
KDE 3 (২০০২)

KDE 3.0.1, Source: netbsd.org
২০০৭-২০০৯(বর্তমান পর্যন্ত)
Windows Vista (released in 2007)

Microsoft Windows Vista, Source: technology.berkeley.edu
Mac OS X Leopard (২০০৭)
.
Apple Mac OS X 10.5 Leopard, Source: skattertech.com
GNOME 2.24 (২০০৮)

Source: gnome.org
KDE (জানু ২০০৮ ও মার্চ ২০০৯)

Source: Wikipedia
No comments:
Post a Comment