Monday, March 22, 2010

উইন্ডোজের গতি বাড়ানো

একটু কৌশল খাটিয়ে খুব সহজেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের গতি বাড়িয়ে নেওয়া যায়। উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০০, উইন্ডোজ এমই-এর গতি বাড়িয়ে নিতে প্রথমে Start\Run-এ যেতে হবে। এবার Sysedit লিখে ok করতে হবে। সিস্টেম এডিটর খুলবে। এখান থেকে System.ini ফাইল নির্বাচন করতে হবে। ফাইলে Cache লেখাটি খুঁজে বের করে এর নিচে লাইন তিনটি লিখতে হবে:
Chunksize=512
Min File Cache=8192
Max File Cache=8192
যেসব কম্পিউটারে র্যাম ৩২ মেগাবাইট বা এর চেয়ে কম, সেসবে ৮১৯২-এর জায়গায় ৪০৯৬ ব্যবহার করতে হবে। ৩২ থেকে ১২৮ মেগাবাইটের কম র্যাম থাকলে ৮১৯২ এবং ১২৮ মেগাবাইট বা তার চেয়ে বেশি র্যাম থাকলে ১২২৮৮ বা ১৬৩৮৪ ব্যবহার করতে হবে। এবার System.ini নামে ফাইলটি সেভ করতে হবে। এখন কম্পিউটার বন্ধ করে আবার চালু করতে (রিস্টার্ট) হবে।

No comments:

Post a Comment