Monday, April 26, 2010

ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স

অনেকে মনে করতে পারেন ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স একই পর্যায়ের প্রযুক্তি। কিন্তু দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে। ওয়াই-ফাই সীমিত পরিসরে তারহীন ইন্টারনেট সংযোগ দিতে পারে। যেমনঃ একটি ভবন বা ছোট কোন এলাকা। কিন্তু ওয়াইম্যাক্স একটি বেইস স্টেশনের মাধ্যমে কম্পাঙ্কভেদে (ফ্রিকোয়েন্সি) দুই থেকে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত গ্রাহকের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারে। এর আরও সুবিধা হচ্ছে- গগনচুম্বি ভবনের আড়ালে পরার কারনে গ্রাহকের কোন অসুবিধা হবে না।

বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের তথ্য অনুযায়ী- আনুমানিক ৩০০০ টাকা মুল্যের একটি মডেম কিনে এই সেবা পাওয়া যাবে। এই মডেম কম্পিউটারে লাগালেই ওয়াইম্যাক্সের আওতায় থাকা যাবে যদি গ্রাহকের এলাকায় ওয়াইম্যাক্স বিটিএস টাওয়ার থাকে। এরপর বিভিন্ন প্যাকেজের গ্রাহক হলেই চলবে। মাসিক ৬০০ টাকা সংযোগ ফির বিনিময়ে পুরোমাস আনলিমিটেড এবং মাসিক ৩০০ টাকার বিনিময়ে পূরো মাস রাত ১২ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। আরও প্যাকেজ জানতে ও রেজিস্ট্রেশন করতে বাংলালায়ন বলছে- এই সংযোগে গতি পাওয়া যাবে 128kbps। শুধু তারহীন ইন্টারনেট সংযোগ নয়, ওয়াইম্যাক্সের মাধ্যমে বাংলালায়ন আরও কিছু সেবা অর্ন্তভুক্ত করবে। এগুলো হচ্ছে- অসীম কলের আইপি (ইন্টারনেট প্রটোকল)মোবাইল ফোন সেবা, যানবাহনের অবস্থান সনাক্ত করার ব্যবস্থা, আইপি টিভি, ওয়াইম্যাক্স রেডিও, কেবল টিভি চ্যানেল, লাইভ টিভি, টাইম শিফটেড টিভি, করপোরেট আইপি পিবিএক্স, এটিএম সংযোগ, পিওএস (পয়েন্ট অব সেলস) সংযুক্তি, ইত্যাদি।

No comments:

Post a Comment