Friday, April 30, 2010

উইন্ডোজ এক্সপিতে VPN ক্লায়েন্ট সেটাপ

উইন্ডোজ এক্সপিতে VPN ক্লায়েন্ট সেটাপ করা তেমন জটিল কিছু না। মাত্র কয়েকটা ধাপেই আপনি এটা শেষ করতে পারেন। তবে প্রথমে যা নিশ্চিত হতে হবে তা হল পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক আছে কিনা। কারণ ইন্টারনেট ছাড়া VPN কাজ করবে না। এরপর নিচের ধাপগুলো অনুসরন করুন:

১. Start Menu -> (Settings) -> Control Panel এ যান।
২. Network Connections এ ডাবল ক্লিক করুন।
৩. Network Tasks এর অধীনে Create a new connection ক্লিক করুন। Network Connection Wizard চালু হবে।
৪.Next এ ক্লিক করুন। Connect to the network at my workplace সিলেক্ট করে Next এ ক্লিক করুন। ৫. Virtual Private Network connection সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৬. আপনার কোম্পানীর নাম লিখে Next এ ক্লিক করুন। উদাহারণ:- Microsoft।
৭. Host name or IP address এ আপনার কোম্পানীর VPN সার্ভারের FQDN(Fully Qualified Domain Name) অথবা আইপি এড্রেস লিখে Next এ ক্লিক করুন। উদাহারণ:-  example.microsoft.com অথবা 157.54.0.1।
৮. Add a shortcut to this connection to my desktop এ টিক মার্ক দিয়ে Finish এ ক্লিক করুন।
৯. ডেস্কটপে একটা শর্টকাট তৈরী হবে। লগিন করতে চাইলে ডাবল ক্লিক করে ইউজারনেম এবং পাসওয়ার্ড(আপনার কোম্পানীর আইটি এডমিনিস্ট্রেটরের কাছ থেকে পাবেন) দিয়ে VPN সার্ভারে লগিন করতে হবে।
source

No comments:

Post a Comment