Friday, April 30, 2010

Windows Server 2003 তে VPN কনফিগারেশন



ধরে নিচ্ছি, আমাদের সার্ভারের নাম ও আইপি এড্রেস নিম্নরুপ। এবং আমরা এই সার্ভারে VPN কনফিগার করব।
Server Name    : w2k3
IP Address    : 192.168.1.1

১. Start ->Programs ->Administrative Tools -> Routing and Remote Access এ ক্লিক করুন।

২. w2k3 (local) এ রাইট ক্লিক করে Configure and Enable Routing and Remote Access এ ক্লিক করুন।

৩. Next দিয়ে Virtual Private Network (VPN) access and NAT সিলেক্ট করুন। Next দিন।

৪. এই ধাপে আপনাকে ইন্টারনেটের সাথে যুক্ত NIC টি সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি, আমরা ডেডিকেটেড ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। ডেডিকেটেড ব্রডব্যান্ড কানেকশন এর ক্ষেত্রে সার্ভারে কমপক্ষে দুটো NIC থাকবে। একটা NIC তে আপনার ল্যানের আইপি দেওয়া এবং অন্য NIC তে ISP থেকে পাওয়া আই পি দেওয়া। যে NIC তে ISP থেকে পাওয়া আই পি দেওয়া হয়েছে সেটি সিলেক্ট করে Next দিন। খেয়াল রাখবেন Enable security on the selected interface by setting up Basic Firewall এ বাই-ডিফল্ট টিক চিহ্ন থাকে সেটি তুলবেন না।

৫. এই ধাপে আপনার ল্যানের সাথে যুক্ত NIC টি সিলেক্ট করতে হবে। যে NIC তে ল্যানের আই পি দেওয়া হয়েছে সেটি সিলেক্ট করে Next দিন।

৬. From a specified range of addresses সিলেক্ট করে Next দিন।

৭. New বাটনে ক্লিক করুন। New Address Range উইন্ডোতে নিচের তথ্যানুযায়ী পূরণ করে OK ক্লিক করুন। এরপর Next দিন। 241 থেকে 254 পর্যন্ত আইপি ব্যবহার করে এক সাথে ১৪ জন ইউজার VPN এ কানেক্ট করতে পারবে।
Start IP address: 192.168.1.241
End IP address: 192.168.1.254

৮. এই ধাপে আবার আপনার ল্যানের সাথে যুক্ত NIC টি সিলেক্ট করতে হবে। যে NIC তে ল্যানের আই পি দেওয়া হয়েছে সেটি সিলেক্ট করে Next দিন।

৯. No, use Routing and Remote.....বাই-ডিফল্ট সিলেক্ট করাই থাকে Next দিন। এবার Finish দিন। আপনার সার্ভারে VPN কনফিগার হয়ে গেল।

ইউজার সেটিং:
বাই-ডিফল্ট কোন ইউজারের VPN এক্সেস পারমিশন থাকে না।
কোন ইউজারকে VPN এক্সেস পারমিশন দিতে চাইলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১. একটিভ ডিরেক্টরি ইনস্টল করা থাকলে, Start ->Programs ->Administrative Tools -> Active Directory Users and Computers এ ক্লিক করুন।
অথবা,
একটিভ ডিরেক্টরি ইনস্টল করা না থাকলে, Start ->Programs ->Administrative Tools -> Computer Management এ ক্লিক করুন।
২. যে ইউজারকে VPN এক্সেস দিতে চান তার উপর ডাবল ক্লিক করুন। Dial-In ট্যাবে ক্লিক করুন। Remote Access Permissions এর অধীনে Allow access সিলেক্ট করুন। OK ক্লিক করুন।
৩. এই ইউজার VPN এর মাধ্যমে ল্যানে প্রবেশ করতে পারবে।

source:

No comments:

Post a Comment