Monday, April 26, 2010

সিস্টেম শাটডাউন যন্ত্রণা থেকে মুক্তি নিন




অনেক সময় কম্পিউটারে হটাৎ করে মেসেজ আসে "This system is shutting down. Please save all wpor in progress...."। এবং একটা সেকেন্ডের Countdown আসে যা 00 হবার পর কম্পিউটার শাটডাউন হয়ে যায়। এটা অনেক কারনে হতে পারে। এর মধ্যে অন্যতম কারন হল virus। এই সব virus সিস্টেম৩২ এর ফাইল গুলিকে করাপ্ট করে দেয়। ফলে মাঝে মাঝে এই সব মেসেজ আসে। তাই আজকে আমি আপনাদের জানাব কি ভাবে এই মেসেজটি বন্ধ করে পিসিকে শাটডাউনের হাত থেকে রক্ষা করবেন। খুব সহজে আপনি এটা করতে পারেন। আপনাকে যা করতে হবে:- Start Menu -> Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিন। দেখবেন মূহুর্তের মধ্যে মেসেজটি চলে যাবে।

সূত্র

No comments:

Post a Comment